প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৩ পয়সা কমানোর বিষয়টিকে সরকারের লোক দেখানো বলে মনে করছেন যাত্রীরা। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে বাসে খোঁজ নিয়ে জানা যায় নতুন ভাড়া কার্যকর হয়নি।
যাত্রীরা জানান, ঢাকার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত গেলেও সবমিলিয়ে এক টাকাও কমছে না ভাড়া। তাহলে ভাড়া সমন্বয়ের নামে যেটা হলো সেটাকে হাস্যকর বলেও মন্তব্য করেন তারা।
যাত্রীরা আরও জানান, ভাড়া বৃদ্ধির সময় টাকায় বাড়ানো হয়। আর কমানোর সময় কমানো হয় পয়সায়। ভাড়া সমন্বয়ের কথা বলা হলেও ভাড়া আগের অবস্থাতেই থাকবে বলেও মন্তব্য করেন তারা।
/এএস

