Site icon Jamuna Television

আইপিএলে রোহিত শর্মার লজ্জার রেকর্ড

আইপিএলের ১৭তম আসরে মুম্বাইয়ের অবস্থা অনেকটাই নাজুক। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারা। হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেয়ার পর থেকে হচ্ছে নানা সমালোচনা। দলে ভাঙনের সুর প্রকট। এর মাঝে ব্যাট হাতেও ব্যর্থ রোহিত শর্মা।

সোমবার (১ এপ্রিল) রাজস্থানের বিপক্ষে ট্রেন্ট বোল্টের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন রোহিত। এর মধ্যদিয়ে আইপিএলে সর্বোচ্চ ১৭ বার শূন্য রানে আউট হওয়া দিনেশ কার্তিকের লজ্জার রেকর্ড স্পর্শ করলেন। মেগা এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং ও সুনীল নারীন। রশিদ খান, মনীশ পাণ্ডে ও আম্বাতি রাইডু আউট হয়েছেন ১৪ বার করে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রোহিতের। সর্বোচ্চ ১৩ বার শূন্য রানে আউট হয়ে এই রেকর্ড নিজের নামের পাশে রেখেছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং।

তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড সুনীল নারীনের। তিনি রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরেছেন ৪৩ বার। ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলসও ৪৩ বার শূন্য রানে ফিরেছেন। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের রশিদ খান মাত্র ২৪৩ ইনিংস খেলেই ৪১ বার শূন্য রানে আউট হয়েছেন।

রোহিত সব মিলিয়ে স্বীকৃত টি–টোয়েন্টিতে রান না করেই আউট হয়েছেন ২৯ বার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার। মাত্র ২১৪ ইনিংসে ২৮ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ৩৯৩ ইনিংসে ২৮ বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডে নাম রয়েছে সাকিব আল হাসানেরও।

/এনকে

Exit mobile version