Site icon Jamuna Television

আমদানি-রফতানিকে রাজনীতির বাইরে রাখার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

আমদানি-রফতানি কার্যক্রমকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এই বিক্রি কার্যক্রমের মধ্য দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চল্লিশ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে টিসিবি। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, দাম নিয়ে দরকষাকষির কারণে আমদানির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। পর্যায়ক্রমে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি হবে। এখন ১ হাজার ৬৫০ টন এসেছে, বাকিগুলো ধাপে ধাপে আসবে। ভারত ছাড়া বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি করা কঠিন। দেশটির সাথে সুসম্পর্ক থাকার কারণে রফতানি বন্ধের মধ্যেও বাংলাদেশ আমদানি করতে পেরেছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণে রাখা হবে। যোগানের বিকল্প ব্যবস্থা থাকলে সিন্ডিকেট করে দাম বাড়ানো সম্ভব নয়। তেল-চিনির মতো প্রয়োজনীয় পণ্যের মজুদ গড়ে তোলা হবে।

/এমএন

Exit mobile version