Site icon Jamuna Television

বগুড়ায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো:

বগুড়ার সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। জানা গেছে, মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভবনটিতে ওষুধের গোডাউন রয়েছে। ভবনটিতে বেশ কয়েকটি গোডাউন রয়েছে। প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আসে। পরে একে একে ১০টি ইউনিট যোগ হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাকি নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে। ভবনটিতে অগ্নি নির্বাপনের তেমন কোন ব্যবস্থা নেই। পাশাপাশি আশেপাশে জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে।

/এএস

Exit mobile version