Site icon Jamuna Television

আইপিএলের মাঝপথে হঠাৎ ঢাকায় মোস্তাফিজ

ফাইল ছবি।

আইপিএলের মাঝপথে হঠাৎ ভারত থেকে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে দেশে ফেরেন তিনি। সবকিছু ঠিক থাকলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই দলটির সাথে যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।

জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করতে ঢাকায় এসেছেন তিনি।

প্রসঙ্গত, এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন মোস্তাফিজ। শুরু থেকেই দলটির একাদশে নিয়মিত মুখ তিনি। ৩ ম্যাচে বল হাতে ৭টি উইকেট নিয়েছেন ফিজ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন এই কাটার মাস্টার।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। ১ জুন শুরু হবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টটি।

/আরএইচ

Exit mobile version