Site icon Jamuna Television

রেলের আগাম টিকিটে শুরু হয়েছে ঈদযাত্রা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো যাত্রীদের প্রথম যাত্রা শুরু হয়েছে। বুধবার (৩ মার্চ) থেকেই শুরু হয় এই যাত্রা।

ঈদের বাকি আরও অনেক দিন। পরে গেলে অনেক ভোগান্তি বাড়বে। তাই একটু আগে ভাগেই বাড়ির পথ ধরছেন ঢাকাবাসীদের অনেকেই। ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানিয়েছেন তারা।

রেল কর্তৃপক্ষ বলছে, সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে যাত্রীর চাপ কম। অফিস ছুটি হলে বৃহস্পতিবার-শুক্রবার থেকে বাড়বে চাপ।

এদিকে, আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ থেকে যাত্রীদের মাঝে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। ৩ এপ্রিল থেকেই শুরু হয় এই অগ্রিম টিকিট। তাই ঈদ উপলক্ষে যাত্রীদের বাড়ি ফেরা শুরু হলো।

/এএস

Exit mobile version