Site icon Jamuna Television

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হচ্ছে ’জাতীয় নিরাপদ সড়ক দিবস’। এ উপলক্ষ্যে সোমবার সকাল দশটায় জেলা প্রশাসন, বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই কমিটির আয়োজনে শহরের বাজলা স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সোনিয়া বিনতে কাদির, অতিরিক্ত পুলিশ সুপার আঃ সালাম, বিআরটিএ’র উপ পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দীন, মোটরযান পরিদর্শক মানস কুমার চক্রবর্তী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্হীর আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করে।

Exit mobile version