Site icon Jamuna Television

‘রাজনীতির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের অবস্থানের পেছনে দায় ছাত্রলীগের’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের যে অবস্থান, তার পুরো দায় ছাত্রলীগের। দেশের অন্য কোনো ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের দায় নেবে না।

আজ বুধবার (৩ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলন অনুস্থানে এ কথা বলেন তিনি। বুয়েটে ছাত্ররাজনীতি ইস্যুতে ছাত্রদলের অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে এ সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগের নির্যাতনের হাত থেকে বাঁচতেই রাজনীতির বিরুদ্ধে নেমেছে বুয়েট শিক্ষার্থীরা। আবরার ফাহাদ হত্যার পর বুয়েটে ছাত্রলীগের নির্যাতন বন্ধ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যসব ক্যাম্পাসে ছাত্রলীগের পাশবিক নির্যাতন চলমান।

রাকিব বলেন, গত ১৫ বছর ধরে ক্যাম্পাসগুলোতে তাণ্ডব চালিয়ে বুয়েটে গণতন্ত্র রক্ষা প্রহসনের শামিল। মূলত বুয়েটের টেন্ডার, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করতেই কতিপয় সদস্য সেখানে ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে চায়। আদালতের রায়ের ফলে সাধারণ শিক্ষার্থীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরও বলেন, শুধু ছাত্রলীগের কমিটি দিয়ে রাজনীতি প্রতিষ্ঠা করা যায় না। আগে দরকার সব ছাত্র সংগঠনের সহাবস্থান। ঢাবি ও বুয়েটসহ সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ও সহাবস্থান নিশ্চিতের দাবি জানান তিনি।

/এএম

Exit mobile version