Site icon Jamuna Television

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জনের মৃত্যু

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ গেছে অন্তত ১৮ জনের। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুশ’ আরোহী।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি তাইতুং কাউন্টির উদ্দেশে যাচ্ছিলো। কিন্তু, পথে লায়েন কাউন্টিতে হয় এ দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে ৮টি বগির সবগুলো। এসময়, পুয়ুমা এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন ৩৬৬ আরোহী। আহতদের স্থানীয় পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে রয়েছেন এক মার্কিন নাগরিক। এখনও চলছে উদ্ধারকাজ।

তাই অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ এই রুটে ট্রেন চলাচল। তাইওয়ানের তিন দশকের ইতিহাসে এটা অন্যতম রেল দুর্ঘটনা।

Exit mobile version