Site icon Jamuna Television

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

২০২২ সালে তোলা হুয়ান ভিসেন্ট পেরেজ মোরার ছবি।

২০২২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) ১১৪ বছর বয়সে তিনি মারা যান। এক বিবৃতির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিষয়টি নিশ্চিত করেছে।

ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বলেছেন, হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্ত জীবনে যাত্রা করেছেন।

পেশায় কৃষক ছিলেন হুয়ান ভিসেন্ট। তিনি টিও ভিসেন্ট নামে পরিচিত ছিলেন। ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তার জন্ম। মা–বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।

এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস বুকে নাম ওঠান হুয়ান ভিসেন্ট। তখন তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

তখন তিনি ১১ সন্তানের পিতা ও ৪১ জন নাতি-নাতনির নানা ছিলেন। এছাড়া তার নাতি-নাতনিদের সন্তানের সংখ্যাও ছিল ১৮ জন। আর তার নাতি-নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন সন্তান।

/এমএইচ

Exit mobile version