Site icon Jamuna Television

খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনার রূপসায় একটি বেসরকারি পাটকলে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

আজ বুধবার (৩ এপ্রিল) বুধবার সন্ধ্যা ৬টার দিকে জাবুসা এলাকায় পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার জানান, খুলনা সদর, খালিশপুর দৌলতপুর, রূপসা, ফকিরহাট ও বটিয়াঘাটার মোট ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

এটিএম/

Exit mobile version