Site icon Jamuna Television

দেশের ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি

রাজধানী ঢাকাসহ দেশের ৪ বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তবে আগামী ৭২ ঘণ্টায় এই প্রবাহ আরও বৃদ্ধি পাবে জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে। বুধবার ( ৩ এপ্রিল) যমুনা নিউজকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান।

তিনি বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ক্ষেত্রবিশেষে এটির মাত্রা আরও বাড়তে পারে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী,৬টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

এমএইচআর/এটিএম

Exit mobile version