Site icon Jamuna Television

জেলাভিত্তিক সিনেপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দেশে জেলাভিত্তিক সিনেপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে। কোনো শিল্প ভর্তুকি নির্ভর হওয়া উচিত নয়, শিল্পের নিজের পায়ে দাঁড়ানো উচিত। সামনের দিনগুলোতে নিজেদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্র ও কর্মসংস্থান তৈরিতে কাজ করা হবে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু গোষ্ঠী রয়েছে, যারা গুজব ছড়ায় এদেরকে সাধারণ জনগণ আর বিশ্বাস করে না। তারা যেকোনো তথ্যের জন্য মূলধারার গণমাধ্যম দেখে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্রের মাধ্যমে দেশের ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরা যায়। দেশে বিশ্বমানের কলাকুশলী রয়েছে। ভালো চলচ্চিত্রের জন্য ভালো সিনেমা হল, নির্মাতা ও প্রযোজক দরকার। সবকিছুর সমন্বয়ে একটি ভালো সিনেমা তৈরি করা সম্ভব। এফডিসি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য কাজ করা হচ্ছে।

/এমএন

Exit mobile version