
পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সকালে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হন দলটির নেতাকর্মীরা।
এসময় পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। অনুমতি না নেয়ার অভিযোগে পরে আর অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিলো। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরীতে আধাবেলা হরতাল ডেকেছে লেবার পার্টি।



Leave a reply