Site icon Jamuna Television

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে স্বস্তি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিটে যাত্রার দ্বিতীয় দিন আজ। এদিন সকাল থেকে স্বস্তিতেই ঢাকা ছাড়তে দেখা যায় যাত্রীদের। তবে, ঈদ যত ঘনিয়ে আসবে রেলে যাত্রীর চাপ ততই বাড়বে। তাই, ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন কেউ কেউ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, ঈদ যাত্রায় ট্রেনে যাত্রীর চাপ খুব একটা নেই। সকাল থেকেই প্রায় সবগুলো ট্রেন মোটামুটি সময়মতোই ছেড়ে যাচ্ছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যায় সকাল সাড়ে সাতটায়। যথাসময়ে ছেড়ে গেছে তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ বেশিরভাগ ট্রেন।

দুই একটি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও স্টেশনে প্রবেশ ও ট্রেনে উঠতে কোন প্রকার ভোগান্তি নেই বলেই জানান যাত্রীরা। তারা বলেন, কর্তৃপক্ষ টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না দেয়ায় সব কিছু নিয়ম মেনেই হচ্ছে। তবে, আজ কর্ম দিবস শেষে বাড়তে পারে যাত্রীর চাপ।

/এমএইচ

Exit mobile version