Site icon Jamuna Television

কেরালার কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী

ওয়েনাড়ে প্রিয়াঙ্কা-রাহুলের রোড শো। ছবি: এক্স (টুইটার)

আসন্ন লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাড় আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার (৩ এপ্রিল) ওয়েনাড় জেলা কালেক্টরের কাছে তার মনোনয়নপত্র জমা দেন রাহুল। খবর আনন্দবাজার পত্রিকার।

এসময় সাথে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কে সি ভেনুগোপালসহ দলের অন্যান্য সিনিয়র নেতারাও। নথিপত্র জমা দেয়ার পর সংবিধান সমুন্নত রাখার শপথ পাঠ করেন রাহুল। যার মধ্য দিয়ে তার মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া শেষ হয়। এর আগে, বুধবার সকালে ওয়েনাড়ে পৌঁছান রাহুল। সেখানে কালপেট্টা থেকে সিভিল স্টেশন পর্যন্ত একটি রোড শো করেন কংগ্রেসের এই নেতা।

ওয়েনাড় লোকসভা আসনে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এবং সিপিআই নেতা অ্যানি রাজার বিরুদ্ধে লড়বেন রাহুল। ২০১৯ সালে এই আসন থেকে চার লাখের বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন তিনি।

/এএম

Exit mobile version