Site icon Jamuna Television

শিশু যৌন হয়রানির ঘটনায় ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

দেশজুড়ে বিভিন্ন সংগঠনে শিশু যৌন হয়রানির ঘটনায় ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সোমবার পার্লামেন্টের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যে ভুল হয়ে গেছে তা শোধরাবার নয়। তবে আজ এ ঘটনায় দু:খপ্রকাশ করছে অস্ট্রেলিয়া। এতদিন ধরে নির্যাতিত শিশু ও তাদের পরিবারের অভিযোগ আমলে না নেয়ায় দেশের বিচারব্যবস্থার সমালোচনাও করেন তিনি।

গেলো ডিসেম্বরে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, কয়েক দশক ধরে বিভিন্ন সংগঠনে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। পাঁচ বছর ধরে চলা অনুসন্ধানে দেখা যায়, গির্জা, স্কুল, স্পোর্টস ক্লাবের মতো জায়গাগুলোয় নিগ্রহের শিকার হয়েছে ১৫ হাজারের বেশি শিশু। ৮ হাজারের মতো নির্যাতিতের বিভীষিকাময় অভিজ্ঞতা তুলে ধরা হয় প্রতিবেদনে।

Exit mobile version