Site icon Jamuna Television

তাইওয়ানে ভূমিকম্প: সিসিটিভিতে ভবন ধসের দৃশ্য

ভূমিকম্পের কারণে তাইওয়ানের একটি এলাকায় ভূমি ধস হচ্ছে। ছবি: সংগৃহীত

ব্যস্ত রাস্তায় হঠাৎ কেঁপে উঠলো চারপাশ। হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল ভবন। যে যেদিকে পারছে, জান বাঁচাতে ব্যস্ত। বুধবার (৩ এপ্রিল) এমন রোমহর্ষক পরিস্থিতি তৈরি হয় তাইওয়ানের ভূমিকম্পের সময়।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভবন ধসের দৃশ্য। ভিডিও ফুটেজে দেখা যায়, হঠাৎ কম্পনের কারণে থেমে যায় রাস্তার যান চলাচল। কিছু বুঝে ওঠার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিশাল ভবনটি। চাপা পড়ে অনেকগুলো গাড়ি। আগুনও ধরে যায় কয়েকটিতে। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকে পথচারীরা। গাড়ি থেকে বের হয়ে দৌঁড় দেয় অনেকে। এরইমধ্যে চাপা পড়ে কয়েকজন। তবে এই ঘটনায় হতাহতের বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি তবে উদ্ধারকাজ চলছে।

ঘটনার দৃশ্য সিসিটিভি ফুটেজে

প্রসঙ্গত, বুধবার স্থানীয় সময় ভোরে তাইওয়ানে অনুভূত হয় ৭ দশমিক ৪ মাত্রার কম্পন। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত এক হাজারের বেশি। গত পঁচিশ বছরের মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

/এএম

Exit mobile version