Site icon Jamuna Television

বিএনপি নেতাদের সাজার প্রতিবাদে পাবনায় শ্রমিক দলের মানববন্ধন

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের সাজার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে শ্রমিক দল।

সকালে কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ফরমায়েশি মামলায় তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। একইসাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেয়ার দাবিও জানান তারা। খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের সামনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নামার আহ্বান জানান শ্রমিক দলের নেতারা।

Exit mobile version