Site icon Jamuna Television

মেহেরপুরের গাংনীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া শিশুরা হলো- ভোলাডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের মেয়ে নুসরাত (৪) ও তার প্রতিবেশী আরিফুল ইসলামের মেয়ে তৃপ্তি (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকার সুযোগে নুসরাত ও তৃপ্তি বাড়ি সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ভোলাডাঙ্গা বাজারের পাশে নদীর পানিতে নুসরাতের মরদেহ ভেসে ওঠে। এসময় গ্রামের লোকজন নদীতে নামলে তৃপ্তির মরদেহ খুঁজে পায়। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

দৃুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version