Site icon Jamuna Television

ফিফা র‍্যাঙ্কিয়ে পেছাল বাংলাদেশ, আগের অবস্থানেই আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম লেগে ৫-০ এবং ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছিল জামাল-তপুরা। এই দুই হারের প্রভাব পড়েছে ফিফার র‍্যাঙ্কিয়েও। ১৮৩ থেকে ১৮৪ তে নেমে গেছে বাংলাদেশ। তবে সবার শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।

ফিফার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিয়ে দেখা যায়, লিওনেল মেসিদের পরের স্থানেই আছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইংল্যান্ডকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বেলজিয়াম। যথারীতি পাঁচে রয়েছে ব্রাজিল। র‍্যাঙ্কিয়ে এগিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। নেদারল্যান্ডসকে সাতে পাঠিয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে পর্তুগাল। অষ্টম স্থানে রয়েছে স্পেন। সেরা দশের অন্য দুই দল ইতালি ও ক্রোয়েশিয়া।

শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮৫৮। মার্চে এল সালভাদরকে ও কোস্টারিকা বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পায় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একই বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স এই সময়ে জার্মানির বিপক্ষে ২-০ গোলে হারলেও চিলিকে ৩-২ গোলে হারায়।

/এনকে

Exit mobile version