Site icon Jamuna Television

হাত পা বেঁধে নদীতে ফেলে হত্যায় ৪ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয়ে কলেজ ছাত্র মনির হোসেন হত্যা মামলায় রায়ে ৪ জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুক এর রায় প্রদান করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো-বাদশা, লাল মিয়া, আনোয়ার ও আজগর। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আজাহার হোসেনকে। এদের মধ্যে আনোয়ার, আজগর ও আজাহার হোসেন পলাতক রয়েছেন। মামলার মোট ৮ আসামির মধ্যে তিনজনকে বেকসুর খালাস দেন আদালত।

মনির হোসেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের পরোশ আলীর ছেলে এবং মানিকগঞ্জ আওলাদ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। চাকুরী দেয়ার কথা বলে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর গ্রামের পরিচিত বাদশা মিয়া সাভারে ডেকে নেয়। সেখানে আরও কয়েকজনের সাথে মিলে নৌকায় তুলে মনিরের হাতপা বেঁধে জীবন্ত অবস্থায় নদীতে ফেলে দেয়। পরের দিন মোবাইল ফোনে মনিরের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় মনিরের মা মালেকা বেগম ৬ জনকে আসামি করে ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোন ট্রাকিং করে মোট আটজনকে গ্রেফতার করে পুলিশ।

রায়ে মনিরের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। আর উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা।

Exit mobile version