Site icon Jamuna Television

৭৩ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করলো স্প্যানিশ কোস্টগার্ড

ক্যানারি আইল্যান্ডের কাছ থেকে ৭৩ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করলো স্প্যানিশ কোস্টগার্ড। তারা কাঠের নৌকায় পাড়ি দিচ্ছিলো আটলান্টিক মহাসাগর। জানিয়েছে কোরিয়া ভিত্তিক গণমাধ্যম আরিরাং নিউজ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে ক্যানারি দ্বীপপুঞ্জে নেয়া হয়। এরইমধ্যে কোস্ট গার্ডের সহায়তায় আহতের হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে শিশুও রয়েছে। তবে প্রকাশ করা হয়নি তাদের বিস্তারিত নাম-পরিচয়।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, বর্তমানে ক্যানারি আইল্যান্ডের এই পথেই সবচেয়ে বেশি মানুষ ইউরোপ প্রবেশের চেষ্টা করে। যাদের বেশিরভাগই পশ্চিম আফ্রিকার নাগরিক।

/এএম

Exit mobile version