Site icon Jamuna Television

পরিবারের কাছে ফিরলেন সেই ব্যাংক ম্যানেজার

সারাদেশ ডেস্ক:

বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। শুক্রবার (৫ এপ্রিল) সকালে র‍্যাব-১৫ এর ক্যাম্পে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে করে বাহিনীটি।

র‍্যাব জানায়, সক্ষমতা জানান দিতেই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এই হামলা। পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রের যোগান পাচ্ছে সংগঠনটি। রুমায় ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর রাত ৩টা পর্যন্ত গহীন পাহাড়ে বিচরণ করে সন্ত্রাসীরা। ঘণ্টায় ঘণ্টায় অবস্থান পরিবর্তন করে তারা। নেজাম উদ্দিনকে মুক্তিপণের মাধ্যমে নয়, বিভিন্ন কৌশল অবলম্বন করে উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলে করে পূর্ব নির্ধারিত নিরাপদ জায়গায় এনে ছেড়ে দেয়া হয় তাকে।

র‍্যাব আরও জানায়, এই কদিন তাদের মূল ফোকাস ছিল নেজাম উদ্দিনকে উদ্ধার করা। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। পুরো পার্বত্য এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এর আগে, গতকাল সন্ধ্যায় এই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

/এমএন

Exit mobile version