Site icon Jamuna Television

ইফতারের আগমুহূর্তে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে ইফতারের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম সাদিয়া (৮)। সে নগরঘাটার পোড়ার বাজার এলাকার দিনমজুর লিটন হোসেনের কন্যা।

শিশুটির মা জানান, প্রতিদিন মেয়ে দাদার হাত ধরে মসজিদে ইফতার করতে যেতো। আজ যায়নি। বাড়িতে ছিল বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, ইফতারের আগে বাড়ির সামনে পুকুরে নামে গোসল করার জন্য। একপর্যায়ে শিশুটির চাচা পলাশ পুকুরে গোসল করতে নেমে দেখে ভাতিজির মরদেহ পুকুরের পানিতে ভেসে আছে। উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন তিনি।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি থানায় জানানো হয়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version