Site icon Jamuna Television

এখনও চাপ বাড়েনি রাজধানীর বাস টার্মিনালগুলোতে

ঈদের ছুটি শুরুর আগেই শুরু হয়ে গেছে বাড়ি ফেরার আমেজ। স্বজনদের সাথে ঈদ করতে সড়ক পথে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন অনেকে।

শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে আসতে থাকেন যাত্রীরা। তবে গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ তুলনামূলক কম দেখা গেছে। এখন পর্যন্ত কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।

যাত্রীরা জানান, ঈদের এখনও বেশ কয়েকদিন বাকি। তবে, রোববার পর্যন্ত টানা তিন দিনের ছুটি রয়েছে। এরপর মাঝের দুইদিন পরই ঈদসহ পহেলা বৈশাখের ছুটি। ফলে মাঝের দু’দিন যারা ছুটি ম্যানেজ করতে পারেননি তারা স্বজনদের আগেভাগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

/এমএইচ

Exit mobile version