Site icon Jamuna Television

যানবাহনের চাপ নেই ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

মহাসড়কে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরের যাত্রায় নেই যানবাহনের চাপ। দূরপাল্লার গণপরিবহনও খুব একটা চোখে পড়েনি। এদিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে স্বাভাবিক সময়ের মতই। তবে খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককেই।

শনিবার (৬ এপ্রিল) সকালে মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও শনিবার ভোর রাত থেকে মহাসড়কে চাপ নেই। কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং মহাসড়কে স্বস্তির ঈদ যাত্রার লক্ষে প্রায় ৭ শতাধিক পুলিশ সদস্য পালাক্রমে কাজ করছে।

এই মহাসড়ক দিয়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে প্রায় ২৯ হাজার যানবাহন।

এটিএম/

Exit mobile version