Site icon Jamuna Television

মেসির খেলায় ফেরা নিয়ে যা বললেন মায়ামির সহকারি কোচ

ফাইল ছবি

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের চোট নিয়ে বেরিয়ে যান লিওনেল মেসি। চোটের কারণে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি মেসি।

লিওকে ছাড়া চার ম্যাচ খেলে তিনটিতেই জয়হীন ছিল মায়ামি। তবে কলোরাডোর বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচ দিয়ে মেসি ফিরবেন কি না সেদিকেই চোখ ভক্তদের। মেসি কেমন

মেসির ফিটনেসের আপডেট দিতে গিয়ে এ কথা বলেছেন দলের সহকারী কোচ জাভি মোরালেস। শনিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে গোলডটকম এ তথ্য জানায়।

মোরালেস বলেছেন, ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে লিও। অবশ্য আজ আমরা পরীক্ষা করবো সে কেমন বোধ করে। এরপর শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোরের) ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ফিজিওর সঙ্গে মাঠে প্রতিদিনই অনুশীলন করছে মেসি। তবে খেলার বিষয়টা পুরোটাই নির্ভর করবে সে কেমন বোধ করছে তার ওপর।

তিনি আরও বলেন, আমরা তাকে পেতে চাই। সেটা যদি ১০, ১৫ কিংবা ৪৫ মিনিটের জন্য হয় তবুও। তার জন্য আমরা সর্বোচ্চটা করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি সে ভালো বোধ করে, আমি নিশ্চিত যে কোচ টাটা মার্টিনো তাকে অবশ্যই বিবেচনায় নেবে।

/এআই

Exit mobile version