Site icon Jamuna Television

শিশুকে দিয়ে বাড়ি বাড়ি চুরি, সিসিটিভি ফুটেজ ভাইরালের পর গ্রেফতার

ছবি- সিসিটিভি ফুটেজ থেকে নেয়া

ছোট শিশুকে অন্যের ঘরে ঢুকিয়ে দিতেন দুই নারী। এরপর ওই শিশু ঘরে গিয়ে ভেতরের সব তথ্য এসে দিতেন। তারপর একজন ঘরে ঢুকে চুরি করতেন আর আরেকজন নারী বাইরে পাহারা দিতেন। এভাবেই করতেন চুরি। তবে বিপত্তি বাধে রাজধানীর মিরপুর ডিওএইচএসের এক বাসায় চুরি করতে গিয়ে। ওই বাসার সিসিটিভিতে ধরা পড়ে তাদের চুরির কাহিনী। সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ গ্রেফতার করে ওই ‍দুই নারীসহ চারজনকে।

ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই নারী এক শিশুকে নিয়ে লিফট থেকে বের হয়ে ওই ফ্ল্যাটের সামনে দাঁড়ান। এরপর শিশুটি ফ্ল্যাটের দরজায় হাত দিয়ে খোলা কিনা সেটি যাচাই করে। দরজা খোলা পেয়ে শিশুটি ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। কয়েক সেকেন্ডের মধ্যে তার সাথে এক নারীও ভেতরে প্রবেশ করেন। এরপর ওই নারী বের হয়ে আসেন, পেছনে পেছনে শিশুটিও বের হয়ে আসে।

এরপর তিনজন সিঁড়ি দিয়ে নিচে নামে। কিছুক্ষণ পর তারা আবার ওই ফ্ল্যাটের সামনে যায়। শিশুটি আবার যাচাই করে দরজা খোলা কিনা। এরপর খোলা পেয়ে শিশুটি আবার ফ্ল্যাটের ভেতরে যায়, আর দুই নারী সিঁড়ি দিয়ে নিচে নামেন। কিছুক্ষণের মধ্যে শিশুটির পেছনে পেছনে ফ্ল্যাটে প্রবেশ করে এক নারী। আর আরেকজন সিঁড়িতে পাহারা দিতে থাকেন। প্রায় তিন মিনিট পর ব্যাগভর্তি মূল্যবান সামগ্রী নিয়ে বের হয়ে যান ওই নারী। তারপর দ্রুত ওই বাসা ছাড়েন তারা।

এমন ভিডিও ভাইরাল হওয়ার পর শুক্রবার (৫ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সানারপাড় থেকে চোর চক্রের দুই নারী এবং তাদের স্বামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই দুই নারী সম্পর্কে ভাবি ও ননদ। এ চক্রে রয়েছেন তাদের স্বামীরাও। মিরপুরের ডিওএইচএসসহ বিভিন্ন চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রটিকে চিহ্নিত করার পর শুক্রবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এসময় তাদের বাসা থেকে উদ্ধার করা হয় ৫০ হাজার টাকা, স্বর্ণ, মোবাইল ও ল্যাপটপ।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এই চক্রটি শুধু রাজধানী নয় কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় চুরি করতো তারা।

/এনকে

Exit mobile version