Site icon Jamuna Television

বগুড়ায় পাওনা টাকা না দেয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা

বগুড়া ব্যুরো:

পাওনা টাকার দ্বন্দ্বে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছে আরেক বন্ধু। শুক্রবার (৫ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে বগুড়ার কাহালু উপজেলার পাতুঞ্জা এলাকায়। রাতেই এই হত্যাকাণ্ডে জড়িত আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, পাতুঞ্জা গ্রামের বাসিন্দা রেদোয়ান ও আবুল কাশেম স্থানীয় মাদরাসার শিক্ষার্থী। ৭ মাস আগে রেদোয়ান ১১ হাজার টাকা নিয়ে তার একটি মোবাইলফোন বন্ধু আবুল কাশেমের কাছে বিক্রি করে। কয়েকদিন পর কাশেমের কাছ থেকে ফোনটি ফিরিয়ে নিলেও টাকা ফেরত দেয়নি রেদোয়ান। এ নিয়ে কয়েকমাস ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল।

শুক্রবার রাত ১০টার দিকে কাশেম তার মোবাইলে গেম ইন্সটল করার কথা বলে রেদোয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গ্রামের একটি পুকুরপাড়ে। রেদোয়ান যখন সেখানে কাশেমের মোবাইলে গেম ইন্সটল করছিল, তখন আগে থেকেই পাশে রাখা হাসুয়া দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায় কাশেম।

পুলিশ সুপার জানান, তদন্তের একপর্যায়ে রাতেই বাড়ি থেকে আবুল কাশেমকে আটক করা হয়। পরে সে বন্ধু রেদোয়ানকে হত্যার কথা স্বীকার করে। তার দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহার হাসুয়া পুলিশ উদ্ধার করেছে বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version