Site icon Jamuna Television

৩য় দিনের মতো মাগুরায় বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি

মাগুরা প্রতিনিধি
বাস চালককে মারধরের প্রতিবাদে মাগুরার অভ্যন্তরীন সকল রুটে টানা ৩য় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে মাগুরা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বিশেষ করে জেলা শহর থেকে মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় লোকাল বাস বন্ধ থাকায় বিপাকে পড়ে যাত্রীরা অতিরিক্ত সময় ও ভাড়ায় ইজি বাইক এবং ভ্যান যোগে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

বাস মালিক গ্রুপের দাবি, গত এক সপ্তাহে শহরের পারনান্দুয়ালী ও ঢাকা রোড বাসস্ট্যান্ডে পৃথক ঘটনায় রাসেল ও ইয়ামিন নামের দুই চালককে মারধরের ঘটনায় ৩ জনের নামে থানায় অভিযোগ থাকলেও কোন আসামি গ্রেফতার হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম জানান, কোন বাস চালককে মারধরের বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ করেনি কেউ। ইজি বাইক চালকদেরকে প্রায় বাস মালিক গ্রুপের লোকজন মারধর করার অভিযোগ রয়েছে। সম্পূর্ণ অযৌক্তিক ভাবে বাস চলাচল বন্ধ রেখে জনগনকে ভোগান্তিতে ফেলেছে বাস মালিক গ্রুপ। দ্রুত বাস চলাচল স্বাভাবিক না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version