Site icon Jamuna Television

ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

ভয়াবহ বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়া। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। জনজীবনে দূর্ভোগসহ বিপর্যস্ত হয়েছে রাজধানী সিডনিসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিতে তৈরি হয়েছে দুর্যোগ। খবর দ্য গার্ডিয়ান।

ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। সর্বশেষ ২৪ ঘণ্টায় জরুরি নম্বরে সাহায্যের জন্য কল গিয়েছে ৪ হাজারের বেশি। এ পর্যন্ত দেড় শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, কেবল শুক্রবারেই প্রায় এক মাসের গড় বৃষ্টিপাতের সমপরিমাণ বৃষ্টি হয়েছে সিডনিতে। রেকর্ড করা হয়েছে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত। আশঙ্কা রয়েছে পরিস্থিতির আরও খারাপ হবার। খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, সবমিলিয়ে দেশটির নয়টি শহরের প্রায় ৯৩ হাজার মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। ৮ শতাধিক মানুষ সাময়িকভাবে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্যে।

/এমএইচআর

Exit mobile version