Site icon Jamuna Television

ফ্যানফেয়ারের ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

সম্প্রতি ফ্যানফেয়ারের ভিডিও কন্টেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়েছে। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এ এফ আর টেকনোলজির টেক রিভিউয়ার হিমেল আহমেদ।

ফ্যানফেয়ারের এই প্রতিযোগিতায় সব ঘরানার কন্টেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন। তারা প্রায় হাজার খানেকের মতো ভিডিও পাঠান। পরে সেখান থেকে ৫ জন বিজয়ীকে বাছাই করা হয়। এ সময় বিজয়ীদের ‘অনর’- এর পক্ষ থেকে পুরস্কার হিসেবে স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, এয়ার বার্ডস প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ীরা জানান, ফ্যানফেয়ারে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতিভার মূল্যায়ন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অনর বাংলাদেশ’র জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মামুন ও ফ্যানফেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরএইচ

Exit mobile version