Site icon Jamuna Television

মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

ক্ষমতাসীনরা দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে লেডিস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের গুম-খুন ও অনেককে পঙ্গু করে দিয়েছে। দেশজুড়ে নেতাকর্মীদের ওপর ভয়ঙ্কর এক দানবের আক্রমণ চলছে। এমন প্রতিকূলতার মধ্যেও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আন্দোলন করছে বিএনপি।

বিএনপি মহাসচিব আরও বলেন, সব মিলিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করছে সরকার। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই জাতিকে রক্ষা করা সম্ভব হবে।

/এমএন

Exit mobile version