Site icon Jamuna Television

চট্টগ্রামে সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের সেফটি ট্যাংকে নেমে গ্যাসের প্রভাবে মারা গেছে নজরুল ও ইউসুফ নামে দুই শ্রমিক।

সকালে মদুনাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেফটি ট্যাংকটি ২০ দিন আগে ঢালাই করা হয়। সকালে ঢাকনা খুলে দুই শ্রমিক ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানে জমে থাকা অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুজনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গ্যাসের প্রভাবে নি:শ্বাস বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

Exit mobile version