Site icon Jamuna Television

বুন্দেসলিগা জয়ের দ্বারপ্রান্তে বায়ার লেভারকুসেন

বুন্দেসলিগার ২৮ তম ম্যাচডে তে ইউনিয়ন বার্লিনকে হারিয়েছে বায়ার লেভারকুসেন। অপরদিকে একই ম্যাচডে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। বার্লিনের বিপক্ষে এজয়ে লিগ শিরোপার আরও কাছাকাছি চলে গেল লেভারকুসেন।

শনিবার (৬ এপ্রিল) বার্লিনের মাঠে মুখোমুখি হয় দুদল। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফ্লোরিয়ান ওয়ার্টজের পেনাল্টি গোলে লিড পায় অতিথিরা। ১-০ লিড নিয়ে বিরতিতে যায় লেভারকুসেন।

দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। কিন্তু শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় দুদলই। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেভারকুসেন।

উল্লেখ্য, ২৮ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার লেভারকুসেন। সমানসংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ। দীর্ঘ এক দশক পর জার্মানির লিগে নতুন চ্যাম্পিয়ন হবার দ্বারপ্রান্তে জাবি আলোনসোর শিষ্যরা।

/এমএইচআর

Exit mobile version