Site icon Jamuna Television

পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ নেদারল্যান্ডসে আটক

ছবিতে (মাঝে) গ্রেটা থুনবার্গ। ছবি: এক্স

জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া সুইডিসকর্মী গ্রেটা থুনবার্গ নেদারল্যান্ডসের হেগ শহরে আটক হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) হেগের এক বিক্ষোভ কর্মসূটি থেকে তাকে দুবার আটক করেছে নেদারল্যান্ডসের পুলিশ। জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গণমাধ্যমটি জানায়, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি দেয়ার প্রতিবাদে শনিবার হেগ শহরে অন্যান্য পরিবেশ কর্মীদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন গ্রেটা। এসময় গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হয়। দুই দফায় গ্রেটাকে আটক করে পুলিশ। কয়েক ঘন্টা পর ছাড়া পেলে আবার আন্দোলনে যোগ দেন তিনি। কিছু সময়ের মধ্যে আবারও আটক হন এই সুইডিশ পরিবেশকর্মী।

মাত্র ১৫ বছর বয়স থেকেই গ্রেটা থুনবার্গ পরিবেশ ও জলবায়ু নিয়ে সচেতনতামূলক কাজ করতে শুরু করেন। এর আগেও, বিভিন্ন সময়ে পরিবেশবাদী কার্যক্রম চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। এখন তার বয়স ২১। গ্রেটা মনে করেন, ভয়ানক বিপর্যয়ের মুখে পৃথিবীর পরিবেশ। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাজারও মানুষ প্রাণ হারাবে।

/এএম

Exit mobile version