Site icon Jamuna Television

হত্যা মামলার আসামিকে ছাড়াতে না পেরে থানায় গিয়ে পুলিশ পেটালেন ইউপি চেয়ারম্যান

আহত পুলিশ (বাঁয়ে) ও চেয়ারম্যান নুরুজ্জামান

বগুড়ার শাজাহানপুরে থানা থেকে মাদক ও হত্যা মামলার আসামিকে ছাড়াতে পুলিশ সদস্যদের পিটিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামানসহ ৯ জনকে আটক করা হয়েছে।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান মাঝিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম। আটকের সময় নুরুজ্জামান ও তার এক সহযোগীর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে

পুলিশ জানায়, শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হত্যা ও মাদকসহ ১০ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুনকে ছুরিসহ গ্রেফতার করা হয়। দলবল নিয়ে তাকে ছাড়াতে থানায় আসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান। কথাকাটাকাটির এক পর্যায়ে ওসি শহিদুল ইসলামকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। পরে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্যকে মারধর করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সদস্যদের মারধর ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জেরে ভিন্ন ধারায় দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

/এনকে

Exit mobile version