Site icon Jamuna Television

প্রেম’স কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পালিত হলো লাইফস্টাইল ব্র্যান্ড প্রেম’স কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে গুলশান ক্লাবে সম্প্রতি এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রেম’স কালেকশনের কর্ণধার প্রেম বম্বানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলাউদ্দিন নাছিম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আকরাম খান, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। এছাড়া, উপস্থিত ছিলেন প্রেম’স কালেকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাধা খাজুরিয়াসহ চলচ্চিত্র, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গরা।

প্রীতি সম্মেলন শেষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এএম

Exit mobile version