Site icon Jamuna Television

ডেমরায় নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি।

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর ডেমরার মাহমুদ নগর এলাকার নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে নিচে পড়ে মো. শরীফ হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নিহতের বড় ভাই সুজন জানান, তার ছোট ভাই শরীফ নির্মাণ শ্রমিকের কাজ করে। দুপুরের দিকে ডেমরার মাহমুদনগর নিউ টাউন এলাকায় একটি সাত তলা ভবনে শ্রমিকের কাজ করছিল সে। এসময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় শরীফ। পরে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান তার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর গ্রামে। বাবার নাম মৃত মকবুল আহমেদ। নিহত শরীফ বর্তমানে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার একটি ভাড়া থাকতেন বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version