Site icon Jamuna Television

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক ম্যানেজারের মৃত্যু

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান (৪৬) নামে সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজারের মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার সময় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মৃত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের শমসের আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী সাধন কুমার জানান, হাসানুজ্জামান ভোরে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরের বাসা থেকে তার নিজ কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। সেখানে মোটরসাইকেল থেকে মহাসড়কের উপর ছিটকে পড়ে যায় হাসানুজ্জামান। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কালীগঞ্জ শহরে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version