Site icon Jamuna Television

৬ সপ্তাহের আগাম জামিন পেলেন ব্যারিস্টার মইনুল ও জাফরুল্লাহ

কুড়িগ্রাম ও ঢাকার দুটি মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন ও ডা. জাফরুল্লাহ।

আজ দুপুরে বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামিম এর হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেন।

মাসুদা ভাট্টিকে অপমানজনক মন্তব্য করায় কুড়িগ্রামে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা করেন এক নারী আইনজীবী। সেই মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন ব্যারিস্টার মইনুলকে।

জামিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল অংশগ্রহণ করে বলেন, মইনুলের এই মন্তব্য সকল নারীর জন্য অপমানজনক এবং এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। একইসাথে আশুলিয়া থানার জমি দখলের মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ডা. জাফরুল্লাহ।

Exit mobile version