Site icon Jamuna Television

আইসিসির মাসসেরা কামিন্দু মেন্ডিস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কামিন্দু মেন্ডিস। সেই পারফরম্যান্সের সুবাদেই আইসিসির মার্চ মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কান এ ব্যাটার। প্রবাথ জয়সুরিয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গার পর কামিন্দু মেন্ডিস ৩য় কোনো লঙ্কান ক্রিকেটার যিনি কিনা আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন। 

বাংলাদেশের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংসেই করেছেন দুর্দান্ত জোড়া সেঞ্চুরি। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে করেছেন ৯২ রান। বল হাতে নিয়েছেন ৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয় ম্যাচের সেরা হয়েছিলেন মেন্ডিস। সিরিজে অনবদ্য পারফর্ম করার সুবাদে হয়েছেন সিরিজ সেরাও।

বাংলাদেশ সফরে দারুণ পারফর্ম করায় আইসিসির মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেন্ডিস। তিনি পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের মার্ক আদির ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে।

এই পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত মেন্ডিস বলেন, আইসিসির মাসসেরা হয়ে দারুণ খুশি। এটা আমার ক্যারিয়ারের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। নিজের দেশ, সমর্থকদের জন্য আরও ভালো পারফর্ম করতে উজ্জীবিত করবে। বাকি দুই ক্রিকেটারকেও অভিনন্দন। তারাও দারুণ খেলেছেন।

/আরআইএম

Exit mobile version