Site icon Jamuna Television

শাড়ি-গয়না পরে নাচ আল্লু অর্জুনের, প্রকাশ্যে ‘পুষ্পা-২’ এর টিজার

৮ এপ্রিল অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিনে তার ভক্তদের জন্য দিলেন সুখবর। প্রকাশ্যে আনলেন তার বহুল প্রতীক্ষিত’পুষ্পা-২’ সিনেমার টিজার। সেইসাথে জানালেন আগামী ১৫ আগষ্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

সকাল সাড়ে ১১টায় টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা এর প্রশংসা করে। সুন্দর ভিজ্যুয়াল ইফেক্ট, কালার গ্রেড এবং ব্যাকগ্রাউন্ডে দেখা ‘জাঠারা’ সিকোয়েন্স সবাইকে অবাক করে দিয়েছে।

আল্লু অর্জুনকে পাওয়া গেছে একেবারে নতুন আবহে। তর পায়ে ঘুংরু, কানে দুল, চোখে কাজল এবং শাড়ি, হাতে ত্রিশূল নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করছেন।

টিজারের অংশটুকুতে ছবিটির জাঠারা সিকোয়েন্স দেখানো হয়েছে। জাঠারা ‘সম্মাক্কা সরলাম্মা জথারা’ নামেও পরিচিত। এটি ভারতের তেলাঙ্গনা রাজ্যে উদযাপিত হিন্দু উপজাতীয় দেবদেবীদের সম্মানের একটি উৎসব। প্রতি বছর এক কোটিরও বেশি ভক্ত এই চার দিনের উৎসবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিল ছবিটির প্রথম অংশ। সেখানে প্রেম ও পারিবারিক আবহের সাথে নায়ক-নায়িকার বিয়ে পর্যন্ত দেখানো হয়েছিল।

/এমএইচআর

Exit mobile version