Site icon Jamuna Television

আইপিএলে আর কয় ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ?

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই ইতোমধ্যে চার ম্যাচে অংশ নিয়ে দু’টিতে জয় পেয়েছে। দলের প্রথম তিন ম্যাচে দারুণ পারফর্ম করে টানা দ্বিতীয় জয়ে অবদান রাখেন মোস্তাফিজ। সবশেষ ম্যাচে হেরে যায় চেন্নাই। 

সেই ম্যাচে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত কাজে বাংলাদেশে ফেরায় খেলতে পারেননি মোস্তাফিজ। গত বৃহস্পতিবার ভিসাসংক্রান্ত কাজে ঢাকায় এসে কাজ শেষ করে গতকাল রোববার সন্ধ্যায় চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেন মোস্তাফিজ। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠ চেন্নাইয়ে মোস্তাফিজদের পঞ্চম ম্যাচ। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে বাঁহাতি এ পেসারকে। কারণ চিপকের উইকেটে বরাবরই মোস্তাফিজ বেশ কার্যকরী।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিন ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারির তালিকার চারে আছেন মোস্তাফিজ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ভিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাটার মাস্টার।

ঈদের পরই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার জন্য তাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বিসিবি। যে কারণে আজ কলকাতা নাইট রাইডার্স, ১৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স, ১৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস, ২৩ এপ্রিল ফের লখনৌ সুপার জায়ান্টস, ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে মোস্তাফিজকে পাবে চেন্নাই। 

এরপর ১ ও ৫ মে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের পরপর দুই ম্যাচ, ১০ মে গুজরাট, ১২ মে রাজস্থান রয়েলস, ১৮ মে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলবে চেন্নাই। তার মানে ৩০ এপ্রিল মোস্তাফিজ যদি দেশে ফিরে আসেন তাহলে শেষ ৫ ম্যাচে মোস্তাফিজের সার্ভিস পাবে না চেন্নাই সুপার কিংস।

/আরআইএম-

Exit mobile version