Site icon Jamuna Television

একদিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে ঈদের আগে আবারও বাড়লো স্বর্ণের দাম। ভরিপ্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। তাতে দেশের বাজারে সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায়।

সোমবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। আজ বিকেল থেকে কার্যকর হবে ধাতুটির এ দর। নতুন করে নির্ধারিত স্বর্ণের এ মূল্য দেশের বাজারে এ যাবতকালের সর্বোচ্চ।

স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়ে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত শ‌নিবার (৬ এপ্রিল) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা করা হয়। এটিও দেশের বাজারে স্বর্ণের রেকর্ড মূল্য ছিল।

/এমএন

Exit mobile version