Site icon Jamuna Television

৭২ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা হুতির

ফাইল ফটো

গত ৭২ ঘণ্টায় ৫টি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ব্রিটিশ ও ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের পাশাপাশি মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করেও হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। রোববার (৭ এপ্রিল) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে এসব হামলা হয়। বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে জানানো হয়, একাধিক ব্যালিস্টিক মিসাইল ও রকেট ছোড়া হয় এসব জাহাজকে লক্ষ্য করে। তবে মার্কিন জাহাজ লক্ষ্য করে চালানো এসব হামলা সফলভাবে প্রতিহত করা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

প্রসঙ্গত, ইরানপন্থী গোষ্ঠী হুতিদের হামলার জবাবে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলা শুরুর পরই তাদের সন্ত্রাসী তকমা দেয় ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সত্ত্বেও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে হুতিরা। একমাত্র গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই লোহিত সাগরে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

/এএম

Exit mobile version