Site icon Jamuna Television

আগস্টে আসবে টেসলার ‘রোবটচালিত ট্যাক্সি’

চলতি বছরের গ্রীষ্মে প্রতিষ্ঠান রোবটচালিত ট্যাক্সি উন্মোচন করবে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। রোবটচালিত ট্যাক্সি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ি। এই ট্যাক্সি ভাড়া করা যাবে অনলাইনে।

রোবটচালিত ট্যাক্সিতে বিশেষ প্রোগ্রাম রাখা হয়, যাতে চালক ছাড়াই এটি চলতে পারে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়ার জন্য অনুরোধ করতে পারেন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আগামী ৮ আগস্ট টেসলা রোবোট্যাক্সি উন্মোচন করা হচ্ছে। তবে খবর সামনে আসার পরপরই টেসলার শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে যায়। গাড়ির মালিক চালক না রেখেই গাড়ি ভাড়া দিয়ে আয় করতে পারবেন।

/এআই

Exit mobile version