Site icon Jamuna Television

টঙ্গীতে সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে ছুটি ও ওভার টাইমের টাকা না পেয়ে কাঁঠালদিয়া এলাকার বেক্সিমকো রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে টঙ্গী এলাকার এআরএস ওয়াশিং কারখানার শ্রমিকরা। সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় টঙ্গীর বেক্সিমকো রোড এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

আন্দোলতরত শ্রমিকরা জানান, টঙ্গীর বেক্সিমকো রোড এলাকার এআরএস ওয়াশিং কারখানার কয়েকশ শ্রমিক, ঈদের আগে ছুটির ঘোষণার শেষ দিনে গত মাসের বেতন ও বোনাস পেয়েছেন। কিন্তু ছুটি ও ওভার টাইমের টাকা পাননি। সকাল থেকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টাকা ‘দেই-দিচ্ছি’ বলে সময় ক্ষেপণ করে। রাত পর্যন্ত পাওনা অর্থ না দেয়ায় তারা সড়কে বিক্ষোভ করেন।

এসময় আবর্জনা ও কাঁঠখড়ে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের নিবৃত করতে চাইলে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠে। পরে শ্রমিকরা শান্ত হলে সমঝোতার আলোচনা শুরু হয়।

শ্রমিকরা জানান, ঈদের ছুটি হয়ে গেছে। ছুটি ও ওভার টাইমসহ আনুষাঙ্গিক টাকা না পেলে আমরা বাড়ি যাব কী করে? ঈদ করব কী করে? ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত সড়কেই থাকবেন বলে জানান তারা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, আন্দোলরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নেয়া হয়েছে। সেখানে সমঝোতার আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এএম

Exit mobile version