Site icon Jamuna Television

শেষ সময়ে ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ, ছাদে চড়েই ঢাকা ছাড়ছেন অনেকে

জামালপুর এক্সপ্রেসের ছাদে শত শত যাত্রী

শেষ সময়ে এসে ঈদযাত্রায় ট্রেনগুলোতে দেখা যাচ্ছে মাত্রাতিরিক্ত যাত্রীচাপ। নির্ধারিত ট্রেনে চড়তে রাত থেকেই স্টেশনে অপেক্ষা করতে গেছে ঘরমুখো মানুষদের। ট্রেনের ভেতরে চড়তে না পেরে ছাদে উঠে পড়েন শতশত মানুষ। ঝুঁকি নিয়ে হলেও ঈদ আনন্দ উদযাপনে বাড়িতে যেতে চান তারা।

যেকোনো মূল্যেই যেতে হবে বাড়ি! তাই নারী, পুরুষ, শিশুসহ ছাদে উঠেই ঘরমুখো যাত্রীরা ঢাকা ছাড়ছেন। এমন ঝুঁকি নিয়েও নাড়ির টানে ঘরে ফিরছেন শত শত মানুষ। অতিরিক্তি যাত্রী হওয়ার কারণে টিকিট কেটেও অনেকে নিজ সিটে বসতে পারেননি। আর ট্রেনের ভেতরেও পা ফেলার জায়গা নেই।

ট্রেনের ছাদে চড়া এক যাত্রী বলেন, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফিরছেন। টিকিট না পেয়ে এবং ভেতরে জায়গা না পাওয়ায় বাধ্য হয়েই তিনি ছাদে চড়ে রওনা দিয়েছেন।

আরেকজন বলেন, বাড়ি তো যেতে হবে। টিকিট নেই। দেশের জনগণের তুলনায় ট্রেনের সক্ষমতা খুবই কম। বাসে গেলে আরও ভোগান্তিতে পড়তে হবে। সেজন্য ঝুঁকি জেনেও ট্রেনের ছাদে করেই গ্রামে ফিরছেন।

/এনকে

Exit mobile version